Monday, December 29, 2014

ছবিতে যে ভবন টা দেখছেন তার নাম Waverly Hills । অবস্থান আমেরিকার কেন্টুকিতে । দেখতে মোটামুটি সুন্দর হলেও এর রূপ মোটেও উপভোগের মতো কিছু না । আমেরিকার সবথেকে বড় এবং বিখ্যাত হন্টেড জায়গা গুলোর মধ্যে একটা ।১৯১০ থেকে শুরু করে ১৯২৬ সালের দিগে এর নিন্মান কাজ শেষ হয় । ২০ শতকের মাঝামাঝি পর্যন্ত এটি যক্ষা হাস্পাতাল হিসেবে ব্যবহার করা হতো । মনে করা হয় , এখানে প্রায় ৬৩ হাজার রোগী মারা গেছিলো শুধুমাত্র ভুল চিকিতসা আর পরিক্ষা জনিত কারনে । তারপর থেকে এই ভবনটিকে আমেরিকার অন্যতম হন্টেড জায়গা হিসেবে বিবেচনা করা হয় । এর পেছনে অবশ্য কিছু কারন আছে ।।
বিভিন্য রিয়ালিটি শো যেমন Ghost Adventures, Ghost Hunters (TAPS), ইত্যাদিতে এই ভবন টিকে নিয়ে অনেক গবেষনা করেছিলো । TAPS এর এক টা ভিডিও ফুটেজে প্রায় ৩ ফুটের একটা ছেলের ছবি উঠে আসে । পরে জানা যায় ওটা ছিলো টিম নামের একটা বাচচার , যে ওখানে ভুল চিকিতসার কারনে মারা গিয়েছিলো ।

এছাড়াও জায়গাটাকে হন্টেড বলার মতো অনেক ঘটনার প্রমান পাওয়া গেছে । যেমন মাঝে মাঝে নাকি অচেনা কিছু শরীরের দেখা পাওয়া যায় । ।
চলন্ত ছায়া , খালি ঘর গুলো থেকে আরতনাত , হঠাত কিছু কিছু জাইগায় ঠান্ডা অনুভুতি , অচেনা কন্ঠে কথা বলার শব্দ ।




অনেক ছোট করে লিখলাম । ভুল হলে ক্ষমা করবেন । আরো কিছু জানতে চাইলে নিচের লিঙ্কে যেতে পারেন ।

Wednesday, December 17, 2014

দুই ভাইয়ের মজার কোইন্সিডেন্স

আপনারা প্রায় সকলেই কোইন্সিডেন্স কথাটার সাথে পরিচিতো । মূলত এগুলো এমন কিছু ঘটনা যেগুলো দৈবাত মিলে যায় । এরকমি একটা মজার কোইন্সিডেন্স পড়লাম । অনেকে হইতো জানেন ঘটনাট । যায় হোক শুরু করি তাহলে । ।

এই ঘটনাটা দুই ভাইকে নিয়ে  । এরা জন্ম গ্রহন করেছিলো ওহিও তে । ছোটবেলাই  এদেরকে দুটি ভিন্ন পরিবার দত্তক নিয়েছিলো । এরা দুজন কোনোভাবেই একে অপরকে চিনতো না । কিন্তু দুটো পরিবারই এদের নাম রাখেন জেমস । এটা তো হতেই পারে , তাই না ? পাঠক থামেন , ঘটনা কেবল শুরু ।।
দুই জেমসের কোনো যোগাযোগ ছিলো না ঠিকই , কিন্তু এদের মিল গুলো জানলে অবাক না হয়ে পারবেন না ।

১)দুজনই   law enforcement ট্রেনিং নিয়েছিলেন ।
২)দুজনের  mechanical drawing এবং  carpentry র ভালো দক্ষতা ছিলো ।
৩) দুজনের বউয়ের নাম ছিলো লিন্ডা ( দুই লিন্ডা আলাদা ) ।
৪)তাদের দুজনের একটা করে ছেলে ছিলো । একজনের ছেলের নাম  James Alan  আরেক জনের ছেলের নাম James Allan  । ( একটা  L এর পারথক্য )
৫)দুই ভাই তাদের বউ ডিভোরস করেছিলো এবং দুজনি বতুন বিয়ে করেছিলো  । এবারো তাদের বউয়ের নাম মিলে যায় বেটি ( betty ) ।
৬)দুজনের দুটো কুকুর ছিলো । নাম রেখেছিলো টয় । (toy) ।

বিচ্ছেদের ৪০ বছর পরে তারা একে অপরের সাথে মিলিতো হয়েছিলো এবং নিজেদের মিল গুলো খুজে পেয়েছিলো ।
আসলেই আমাদের এই পৃথিবী অবাক করা । কতো কিছুই যে ঘটছে । আপনার আমার জীবনেও কখনো ঘটে যেতে পারে । যদি কখনো এরকম ঘটনা ফেস করেন , তাহলে কেমন লাগবে ?? ভাবুনতো আর আমাকে কমেন্ট করে জানান ।