ছবিতে যে ভবন টা দেখছেন তার নাম Waverly Hills । অবস্থান আমেরিকার কেন্টুকিতে । দেখতে মোটামুটি সুন্দর হলেও এর রূপ মোটেও উপভোগের মতো কিছু না । আমেরিকার সবথেকে বড় এবং বিখ্যাত হন্টেড জায়গা গুলোর মধ্যে একটা ।১৯১০ থেকে শুরু করে ১৯২৬ সালের দিগে এর নিন্মান কাজ শেষ হয় । ২০ শতকের মাঝামাঝি পর্যন্ত এটি যক্ষা হাস্পাতাল হিসেবে ব্যবহার করা হতো । মনে করা হয় , এখানে প্রায় ৬৩ হাজার রোগী মারা গেছিলো শুধুমাত্র ভুল চিকিতসা আর পরিক্ষা জনিত কারনে । তারপর থেকে এই ভবনটিকে আমেরিকার অন্যতম হন্টেড জায়গা হিসেবে বিবেচনা করা হয় । এর পেছনে অবশ্য কিছু কারন আছে ।।
বিভিন্য রিয়ালিটি শো যেমন Ghost Adventures, Ghost Hunters (TAPS), ইত্যাদিতে এই ভবন টিকে নিয়ে অনেক গবেষনা করেছিলো । TAPS এর এক টা ভিডিও ফুটেজে প্রায় ৩ ফুটের একটা ছেলের ছবি উঠে আসে । পরে জানা যায় ওটা ছিলো টিম নামের একটা বাচচার , যে ওখানে ভুল চিকিতসার কারনে মারা গিয়েছিলো ।
।
এছাড়াও জায়গাটাকে হন্টেড বলার মতো অনেক ঘটনার প্রমান পাওয়া গেছে । যেমন মাঝে মাঝে নাকি অচেনা কিছু শরীরের দেখা পাওয়া যায় । ।
।
এছাড়াও জায়গাটাকে হন্টেড বলার মতো অনেক ঘটনার প্রমান পাওয়া গেছে । যেমন মাঝে মাঝে নাকি অচেনা কিছু শরীরের দেখা পাওয়া যায় । ।
চলন্ত ছায়া , খালি ঘর গুলো থেকে আরতনাত , হঠাত কিছু কিছু জাইগায় ঠান্ডা অনুভুতি , অচেনা কন্ঠে কথা বলার শব্দ ।
।
।
।
।
অনেক ছোট করে লিখলাম । ভুল হলে ক্ষমা করবেন । আরো কিছু জানতে চাইলে নিচের লিঙ্কে যেতে পারেন ।
।
।
।
।
অনেক ছোট করে লিখলাম । ভুল হলে ক্ষমা করবেন । আরো কিছু জানতে চাইলে নিচের লিঙ্কে যেতে পারেন ।


No comments:
Post a Comment