Wednesday, December 17, 2014

দুই ভাইয়ের মজার কোইন্সিডেন্স

আপনারা প্রায় সকলেই কোইন্সিডেন্স কথাটার সাথে পরিচিতো । মূলত এগুলো এমন কিছু ঘটনা যেগুলো দৈবাত মিলে যায় । এরকমি একটা মজার কোইন্সিডেন্স পড়লাম । অনেকে হইতো জানেন ঘটনাট । যায় হোক শুরু করি তাহলে । ।

এই ঘটনাটা দুই ভাইকে নিয়ে  । এরা জন্ম গ্রহন করেছিলো ওহিও তে । ছোটবেলাই  এদেরকে দুটি ভিন্ন পরিবার দত্তক নিয়েছিলো । এরা দুজন কোনোভাবেই একে অপরকে চিনতো না । কিন্তু দুটো পরিবারই এদের নাম রাখেন জেমস । এটা তো হতেই পারে , তাই না ? পাঠক থামেন , ঘটনা কেবল শুরু ।।
দুই জেমসের কোনো যোগাযোগ ছিলো না ঠিকই , কিন্তু এদের মিল গুলো জানলে অবাক না হয়ে পারবেন না ।

১)দুজনই   law enforcement ট্রেনিং নিয়েছিলেন ।
২)দুজনের  mechanical drawing এবং  carpentry র ভালো দক্ষতা ছিলো ।
৩) দুজনের বউয়ের নাম ছিলো লিন্ডা ( দুই লিন্ডা আলাদা ) ।
৪)তাদের দুজনের একটা করে ছেলে ছিলো । একজনের ছেলের নাম  James Alan  আরেক জনের ছেলের নাম James Allan  । ( একটা  L এর পারথক্য )
৫)দুই ভাই তাদের বউ ডিভোরস করেছিলো এবং দুজনি বতুন বিয়ে করেছিলো  । এবারো তাদের বউয়ের নাম মিলে যায় বেটি ( betty ) ।
৬)দুজনের দুটো কুকুর ছিলো । নাম রেখেছিলো টয় । (toy) ।

বিচ্ছেদের ৪০ বছর পরে তারা একে অপরের সাথে মিলিতো হয়েছিলো এবং নিজেদের মিল গুলো খুজে পেয়েছিলো ।
আসলেই আমাদের এই পৃথিবী অবাক করা । কতো কিছুই যে ঘটছে । আপনার আমার জীবনেও কখনো ঘটে যেতে পারে । যদি কখনো এরকম ঘটনা ফেস করেন , তাহলে কেমন লাগবে ?? ভাবুনতো আর আমাকে কমেন্ট করে জানান । 








No comments:

Post a Comment